হাতে বানানো হেন্ড ফিডিং ফর্মুলা
আপনি আপনার লাভ বার্ডের জন্য হ্যান্ড ফিডিং ফর্মুলা এখন ঘরেই বানাতে
পারেন। এতে আপনার পাখির খাবারে ভেজাল নিয়ে যেমন চিন্তা করতে হবে না আবার
জীবাণু নিয়েও চিন্তা করতে হবে না। তো চলুন শুরু করি কি করে তৈরি করবেন হাতে
বানানো হেন্ড ফিডিং ফর্মুলা ।
উপাদান সমুহঃ
সব সবজি ভাল ভাবে ধুয়ে কুঁচি করে চাল ডাল আর সুজি মিশিয়ে সিদ্ধ করতে হবে ।এবার নামিয়ে যেকোনো একটা শাক ধুয়ে কুঁচি করে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে এরপর কুসুম গরম খাওয়াতে হবে ।ডিম সিদ্ধ কুঁচি করে ব্লেন্ড করার আগে মিশিয়ে নিবেন ।ডিম ছাড়া ফর্মুলাটি ফ্রিজে সাতদিন রাখতে পারবেন কিন্তু ডিম মিশালে ২৪ঘণ্টা পর ফেলে দিতে হবে ।
উপাদান সমুহঃ
- পোলাও চাল
- বুটের ডাল
- সুজি
- মিষ্টি কুমড়া
- বরবটি
- গাজর
- পেঁপে
- সজনে পাতা
সব সবজি ভাল ভাবে ধুয়ে কুঁচি করে চাল ডাল আর সুজি মিশিয়ে সিদ্ধ করতে হবে ।এবার নামিয়ে যেকোনো একটা শাক ধুয়ে কুঁচি করে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে এরপর কুসুম গরম খাওয়াতে হবে ।ডিম সিদ্ধ কুঁচি করে ব্লেন্ড করার আগে মিশিয়ে নিবেন ।ডিম ছাড়া ফর্মুলাটি ফ্রিজে সাতদিন রাখতে পারবেন কিন্তু ডিম মিশালে ২৪ঘণ্টা পর ফেলে দিতে হবে ।
পরিমান টা মেনশন করলে ভালো হতো
ReplyDelete