পাখির সাধারন রোগের প্রতিকার

পাখি অসুস্থ হলে হেল্প চেয়ে অনেক সময় পাওয়া যায় না ।
আজ তাই ছোটো করে কিছু কমন রোগের লক্ষন ও চিকিৎসা দিলাম ।যারা প্রয়োজনীয় মনে করবেন লিখে রাখবেন বা শেয়ার করবেন ।



১ পাখির ঠান্ডা
পাখি ঝিমায় ,খায় না ,ডাকাডাকি কম করে ,পূপ্স নরম বা গায়ের সাথে লাগানো ,চোখ ভিজা ,নাক বা মুখ দিয়ে পানি পরে ,হাঁচি কাশি বা গা ফুলিয়ে বসে থাকবে কেমোনিড,টাইলভেট,অক্সিডক্সি যেকোনো একটা এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে দিবেন কম পক্ষে সাত দিন ।প্রতিদিন নতুন করে ওষুধ বানাবেন ।ওষুধ দেয়ার দিন গুলোতে শাক সবজি মিনারেলস ব্লক ,কেটেল ফিস বোন দিবেন না ।পাখিকে তুলসি পাতা ,লেবুর রস খেতে দিবেন।

২ সবুজ পায়খানা
পায়খানা সবুজ হবে ,গায়ে লাগনো থাকবে পাখি দাঁড়াতে বা উড়তে কস্ট হবে ,পায়ের বেলেণ্স কম থাকবে ।
Ciprocin ভেট এক ml livavit এক ml এক সাথে এক লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন ১০ দিন ।চিনি ছাড়া লাল চা দিবেন পাঁচ দিন ।


৩ আমাশয় বা প্রোটোজোয়া আক্রান্ত
পায়খানা আঠালো হলুদ থাকবে ,ডিমের কুসুমের মত থাকতে পারে ,অতি মাত্রায় পানি
Esb 30 ২.৫গ্রাম সাথে সেলাইন এক চিমটি ।এক লিটার পানিতে মিশিয়ে দিবেন সাত দিন ।পাখিকে থানকুনি পাতা ,পুদিনা পাতা খেতে দিবেন।
পাখি বেশী অসুস্থ হলে ধরে খাইয়ে দিবেন ড্রপ দিয়ে ।আজ এটুকুই ।


একটা অনুরোধ পাখি অসুস্থ্ হয়ার সাথে সাথে চিকিৎসা করুন । কোন ভেট বা ডক্টর কে দোষ দিবেন না ।তাঁরা আপনার কথা শুনে ওষুধ দিবে ।তাই রোগ লক্ষন সম্পর্কে জানুন ভাল করে ।আর পাখি অসুস্থ হলে ভেট এর কাছে নেয়ার চেষ্টা করুন না যেতে পারলে বিভিন্ন গ্রূপ গুলোতে পোস্ট দিয়ে এডমিনকে tag করুন ।পাখির ওষুধ প্রতিদিনই নতুন করে বানাবেন আর ৬/৭ ঘন্টা পর ফেলে দিয়ে নরমাল পানি দিবেন।

আমার পোস্ট গুলো আপনাদের কাজে লাগলে খুশি হব ।ধন্যবাদ ।




Author: Nowsin Mun

Comments

  1. আমাদের পাখিটি আজ ৪দিন হলো খাবার খুবইকম খায়, & মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। আজ তো কিছু খাচ্ছেই না। কি করনী।

    ReplyDelete
  2. আমার পাখির পেট ফুলে গেছে হাটতে পারছে না বাজগিগার পাখি কি করব

    ReplyDelete
  3. টিয়াপাখির দুচোখ দিয়ে জল বেরোচ্ছে চোখের ভেতর জল জল ভাব চারপাশে ফোলা আছে চোখ বন্ধ করে বসে আছে চোখ খুলতে পারছে না ,অল্প কিছু খাচ্ছিল সেটাও খাচ্ছে না একজায়গায় স্থির ভাবে বসে আছে আর মাঝে মাঝে পিচুটি কাটছে সবুজ মল ত্যাগ করতে দেখা যাচ্ছে অনেক সময় এক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করতে হবে?

    ReplyDelete
  4. আমার লাভ বার্ড দুই দিন হইছে ডিম পারছে তবে এখন খুব ঝিমায় এবং পুপ্স সবুজ এখন আমার কি করনীয়

    ReplyDelete
  5. আমার টিয়া পাখি আজ কয়দিন ধরে ঠিকমত খাচ্ছেনা করনিয় কি

    ReplyDelete
  6. টিয়া পাখির গায়ের পশম পড়ে যাচ্ছে। কিন্তু পশম উঠতেছে না কেন??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

লাভ বার্ডের ডিম দেখবেন কি দেখবেন না

হাতে বানানো হেন্ড ফিডিং ফর্মুলা