লাভবার্ড এর জন্য আদর্শ সিড মিক্স্ড অনুপাত

লাভবার্ড এর জন্য আদর্শ সিড মিক্স্ড অনুপাত  হবে পাখির চাহিদা অনুযায়ী। তবে কম বেশী হতে পারে বা আরও অন্ন সিড মিক্স করা যেতে পারে ।সিড মিক্স্ড প্রতিদিন দিতে হবে ।



এক কেজি সিড মিক্স্ড
  • ধান ৩০০ গ্রাম
  • সূর্যমুখী ৩০০ গ্রাম
  • চিনা ১০০ গ্রাম
  • মিলেট মিক্স ১০০ গ্রাম
  • হেম্প সিড ৫০ গ্রাম
  • ক্যানারি ৫০ গ্রাম
  • কুসুম বীজ ১০০ গ্রাম

সফট খাবার
গম ,ছোলা ,সবুজ মুগ ডাল রাতে ভিজিয়ে নরম হলে বা অঙ্কুরিত করে সপ্তাহে দুইদিন
সবুজ শাক ( কলমি ,পালং ,আলু শাক ,মুলা শাক ,কুমড়া শাক )যেকোন একটা একদিন সপ্তাহে ভাল করে ধুয়ে
বিভিন্ন সবজি বরবটি গাজর শশা কপি পেঁপে মিস্টি কুমড়া সপ্তাহে একদিন ভাল করে ধুয়ে
বিভিণ্ন ফল তরমুজ জাম্বুরা আপেল কমলা কলা সব ধুয়ে বিচি ফেলে সপ্তাহে একদিন না খেলে জুস করে পানির বদলে দিতে হবে
কোয়েল এর ডিম একটা বা দেশি মুরগির ডিম চার ভাগের এক ভাগ সপ্তাহে একদিন
যে খাবার দেয়া যাবে না
আলু ,পুঁইশাক ,কচু বা কচু শাক আর পেঁয়াজ ।

Author: Nowsin Mun

Comments

Popular posts from this blog

পাখির সাধারন রোগের প্রতিকার

লাভ বার্ডের ডিম দেখবেন কি দেখবেন না

হাতে বানানো হেন্ড ফিডিং ফর্মুলা