লাভ বার্ড হাইব্রিড ইস্যু
লাভ বার্ড কিনতে গেলে রঙ দেখে খুশিতে কিনবেন না। আগে মিউটেশন জেনে নিন। লাভ বার্ড আসলে সবই অনেক সুন্দর

আমি কিছু দিন ধরে ফেইসবুক, কাটাবন, কাপ্তান বাজার, মিরপুর সব জায়গায় এক পেয়ার পাখি কিনার জন্য গেছিলাম। তারপর এই অবিজ্ঞতা। হাইব্রিড পাখির সাথে রিং বা নন রিং বার্ড মিলিয়ে পেয়ার দিয়ে বিক্রি করছে। কেউ কেউ ১০০০% গ্যারান্টি ও দিচ্ছে যে এই পাখি আগে ডিম বাচ্ছা করেছে।
আমার অভিমত আপনি যদি লাভ বার্ড কিনতে চান আর নতুন হন আপনি এই গ্রুপে
পাখির ছবি দিন এবং জানতে চান এই পেয়ার ঠিক আছে কিনা অথবা পরিচিত কোন
ব্রিডারকে জিজ্ঞাসা করতে পারেন।
আমারদের দেশে এখনও সবাই ফিসার(রিং) আর নন ফিসার(নন রিং) বলেই চিনে।
আমার অবিজ্ঞতা বলে নতুনরাই লাভ বার্ড কিনতে গিয়ে বেশী ঠকে আর বিক্রেতারা ও অপেক্ষা করে এমন কারো জন্য।
বি দ্রঃ হাইব্রিড পাখি সর্বচ্চ ডিম দিবে কিন্তু বাচ্চা দিবে না। কেউ টেম করার জন্য বা ব্রিডিং না করার প্লেন থাকলে হাইব্রিড ভাল। কিন্তু ব্রিডিং এর জন্য হাইব্রিড মোটেই ভাল না। তাই সময় থাকতে সাবধান হোন। ভাল থাকুক আপনার পাখি।
আমারদের দেশে এখনও সবাই ফিসার(রিং) আর নন ফিসার(নন রিং) বলেই চিনে।
আমার অবিজ্ঞতা বলে নতুনরাই লাভ বার্ড কিনতে গিয়ে বেশী ঠকে আর বিক্রেতারা ও অপেক্ষা করে এমন কারো জন্য।
বি দ্রঃ হাইব্রিড পাখি সর্বচ্চ ডিম দিবে কিন্তু বাচ্চা দিবে না। কেউ টেম করার জন্য বা ব্রিডিং না করার প্লেন থাকলে হাইব্রিড ভাল। কিন্তু ব্রিডিং এর জন্য হাইব্রিড মোটেই ভাল না। তাই সময় থাকতে সাবধান হোন। ভাল থাকুক আপনার পাখি।
Matha o lej ta lal ei lav bird pakhi tar nam ki
ReplyDeleteadd me in your group
ReplyDelete