লাভ বার্ড নেস্টিং মেটেরিয়াল
লাভ বার্ড এর নেস্টিং এর সময় হলে আমার মনে হয় নিম পাতা ডাল সহ দেয়া উচিত। পাখিরা নেস্টিং করার জন্য নিম পাতা, নিমের বাঁকল হাড়িতে বা বক্সে নিয়া যাবে। আসলে পাখি ডিম পেড়ে তা দিয়ে বাচ্চা ফুটাতেই লেগে যায় ১ মাস। এই সময়ে হাড়ি বা বক্স পরিস্কার না করাই ভাল। নিম পাতা থাকলে পোকা মাকড় হওয়ার সম্ভাবনা অনেক কম। বাক্সে এই সময় পোকামাকড় হওয়ার সম্ভাবনা অনেক।
লাভ বার্ডের নেস্টিং এর জন্য খেজুর পাতার ঝাড়ু হল বেষ্ট। তার সাথে আপনি নিম পাতা দিতে পারেন। এতে আপনার পাখির হাড়ি বা বক্সে পোকামাকড় হওয়ার সম্ভাবনা কমে যাবে।
ভাল থাকুক আপনার পাখী। কিছু ভুল হলে বড়রা অবশ্যই ভুল ধরিয়ে দিবেন বলে আশা করি।

Comments
Post a Comment