লাভ বার্ড কলোনি
অনেকেই লাভ বার্ড এর কলোনি করতে চান। কারো অল্প অল্প করে পাখি পালতে
পালতে আজ অনেক পাখি হয়ে গেছে তাই ভাবছে কলনি করে পালবেন, আবার কেউ কেউ
প্রথম থেকেই কলোনি করে পাখি পালতে চান। আশা করি উভয়ের উপকারে আসবে। তো শুরু
করা যাকঃ
লাভ বার্ড এর প্রকারভেদঃ হরেক রকম লাভ বার্ড দেথে বিভ্রান্ত হবেন না। লাভ বার্ড মুলত ২ প্রকার
Ø ফিসার (রিং এদের চোখের চারদিকে সাদা বর্ডার থাকে)
Ø নন ফিসার (নন রিং এদের চোখের চারদিকে সাদা বর্ডার থাকেনা)
কলোনির ধরনঃ
আপনি যদি কলোনি করতে চান আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি ধরনের পাখি পালবেন ফিসার নাকি নন ফিশার। একি কলোনিতে ফিসার আর নন ফিসার না পালাই ভাল। কারন ফিসার পাখিরা একটু এগ্রেসিভ। এরা নন ফিশার পাখিদের পছন্দ করে না। আপনি হয়ত বলবেন কত “মানুষ ফিসার আর নন ফিসারের পেয়ার দিছে” ভাই আমি জানি। কিন্তু ওরা তখন একা থাকে।
ফিসার পাখিরা যখন দলবদ্ধ ভাবে থাকে তখন ওরা অনেক এগ্রেসিভ থাকে। তাই আপনি যদি কলোনিতে ফিসার আর নন ফিসার পালেন আপনি কিছুদিন পর দেখবেন ফিসার পাখি নন ফিসার পাখির হাড়ি/ বাক্স দখল করে নিচ্ছে। আপনি যতই বেশি হাড়ি বা বাক্স দেন না কেন। ফিসার রা হাড়ি, নেস্টিং মেটেরিয়াল দখল করে নিবে। তাই আপনি যদি দুই রকমের লাভ বার্ড পালতে চান, আপনাকে দুইটা কলোনি করতে হবে
☹
কলোনিতে পাখির প্রজননঃ
যেহেতু কলোনিতে অনেকগুলো পাখি একসাথে থাকে তাই তারা থাকে প্রানবন্ত, সবাই আসা করে কলোনিতে মনে হয় পাখি ডিম বাচ্চা ভাল করে। আপনি একটু ভুলে আছন। পাখিরা অনেক বেশি হিংসা প্রবণ। এরা দলবেঁধে থাকতে ভালবাসে আবার কেউ বিপদে পড়লে সবার আগে এরা একত্রিত হয়ে জাপিয়ে পড়ে কিন্তু নিজের ব্রিডিং এর সময় এরা সবথেকে ভাল জায়গা চায়। এই কারনে আপনি কলোনিতে হাড়ি বা বাক্স দিলে দেখবেন সবথেকে ভাল জায়গার হাড়ি পাবার জন্য সবাই চেষ্টা করছে। আপনি যদি ঢাকার কোন বহুতল ভবনের উপরে থাকেন বা কোন কর্পোরেট অফিসে যান। একটু খেয়াল করবেন, সবথেকে শক্তিশালী নেতা কাকের বাসা সবার উপরে সবথেকে ভাল জায়গায়।
তাই ভাল বাসা পাবার ইচ্ছা, ওদেরকে ব্রিডিং এর সময় অনেক সমস্যা করে, এমন কি এক পাখি অন্য পাখির বাচ্চা ও মেরে ফেলে।
তাহলে কি কলোনি করব না?
অবশ্যই যদি আপনার কলোনি করার মত জায়গা থাকে আমি বলব আপনি কলোনি করেন। আপনার অনেক লাভ আছে কলোনিতে। চলেন এবার দেখি কি করে আপনি পাখিদের এই আগ্রেসিভ মুডকে কাজে লাগিয়ে সফলতা পেতে পারেন।
আপনার বাচ্চা গুলো যারা নিজে নিজে থেতে পারে তাদের তাদের কলোনিতে ছেড়ে দিন। ওরা অনেক উড়াউড়ি করতে পারবে, ওরা অনেক ভাল আর সুস্থ থাকবে। অনেক পাখি একসাথে থাকলে ওরা নিজেদের সঙ্গীকে নিজেরাই বেছে নিবে। আপনি ওদের পরে আলাদা করে ব্রিডিং কেইসে রাখলে ভাল ব্রিডিং আসা করতে পারেন।
কলোনি থেকে পাখি ধরা একটু কষ্টের আবার পেয়ার হিসাবে ধরা আরও কষ্টের। আপনি কলোনিতে কিছু হাড়ি দিয়ে দিন। এবার আপনি দেখবেন ওরা নিজেদের হাড়ি দখল রাখার জন্য রাতে হাড়ির ভিতরেই থাকবে। আপনি রাতে হাড়ি সহ সাবধানে (যাতে ভয় না পায়) ব্রিডিং কেইস এ দিয়ে দিন
😊।
লাভ বার্ড এর প্রকারভেদঃ হরেক রকম লাভ বার্ড দেথে বিভ্রান্ত হবেন না। লাভ বার্ড মুলত ২ প্রকার
Ø ফিসার (রিং এদের চোখের চারদিকে সাদা বর্ডার থাকে)
Ø নন ফিসার (নন রিং এদের চোখের চারদিকে সাদা বর্ডার থাকেনা)
কলোনির ধরনঃ
আপনি যদি কলোনি করতে চান আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি ধরনের পাখি পালবেন ফিসার নাকি নন ফিশার। একি কলোনিতে ফিসার আর নন ফিসার না পালাই ভাল। কারন ফিসার পাখিরা একটু এগ্রেসিভ। এরা নন ফিশার পাখিদের পছন্দ করে না। আপনি হয়ত বলবেন কত “মানুষ ফিসার আর নন ফিসারের পেয়ার দিছে” ভাই আমি জানি। কিন্তু ওরা তখন একা থাকে।
ফিসার পাখিরা যখন দলবদ্ধ ভাবে থাকে তখন ওরা অনেক এগ্রেসিভ থাকে। তাই আপনি যদি কলোনিতে ফিসার আর নন ফিসার পালেন আপনি কিছুদিন পর দেখবেন ফিসার পাখি নন ফিসার পাখির হাড়ি/ বাক্স দখল করে নিচ্ছে। আপনি যতই বেশি হাড়ি বা বাক্স দেন না কেন। ফিসার রা হাড়ি, নেস্টিং মেটেরিয়াল দখল করে নিবে। তাই আপনি যদি দুই রকমের লাভ বার্ড পালতে চান, আপনাকে দুইটা কলোনি করতে হবে
কলোনিতে পাখির প্রজননঃ
যেহেতু কলোনিতে অনেকগুলো পাখি একসাথে থাকে তাই তারা থাকে প্রানবন্ত, সবাই আসা করে কলোনিতে মনে হয় পাখি ডিম বাচ্চা ভাল করে। আপনি একটু ভুলে আছন। পাখিরা অনেক বেশি হিংসা প্রবণ। এরা দলবেঁধে থাকতে ভালবাসে আবার কেউ বিপদে পড়লে সবার আগে এরা একত্রিত হয়ে জাপিয়ে পড়ে কিন্তু নিজের ব্রিডিং এর সময় এরা সবথেকে ভাল জায়গা চায়। এই কারনে আপনি কলোনিতে হাড়ি বা বাক্স দিলে দেখবেন সবথেকে ভাল জায়গার হাড়ি পাবার জন্য সবাই চেষ্টা করছে। আপনি যদি ঢাকার কোন বহুতল ভবনের উপরে থাকেন বা কোন কর্পোরেট অফিসে যান। একটু খেয়াল করবেন, সবথেকে শক্তিশালী নেতা কাকের বাসা সবার উপরে সবথেকে ভাল জায়গায়।
তাই ভাল বাসা পাবার ইচ্ছা, ওদেরকে ব্রিডিং এর সময় অনেক সমস্যা করে, এমন কি এক পাখি অন্য পাখির বাচ্চা ও মেরে ফেলে।
তাহলে কি কলোনি করব না?
অবশ্যই যদি আপনার কলোনি করার মত জায়গা থাকে আমি বলব আপনি কলোনি করেন। আপনার অনেক লাভ আছে কলোনিতে। চলেন এবার দেখি কি করে আপনি পাখিদের এই আগ্রেসিভ মুডকে কাজে লাগিয়ে সফলতা পেতে পারেন।
আপনার বাচ্চা গুলো যারা নিজে নিজে থেতে পারে তাদের তাদের কলোনিতে ছেড়ে দিন। ওরা অনেক উড়াউড়ি করতে পারবে, ওরা অনেক ভাল আর সুস্থ থাকবে। অনেক পাখি একসাথে থাকলে ওরা নিজেদের সঙ্গীকে নিজেরাই বেছে নিবে। আপনি ওদের পরে আলাদা করে ব্রিডিং কেইসে রাখলে ভাল ব্রিডিং আসা করতে পারেন।
কলোনি থেকে পাখি ধরা একটু কষ্টের আবার পেয়ার হিসাবে ধরা আরও কষ্টের। আপনি কলোনিতে কিছু হাড়ি দিয়ে দিন। এবার আপনি দেখবেন ওরা নিজেদের হাড়ি দখল রাখার জন্য রাতে হাড়ির ভিতরেই থাকবে। আপনি রাতে হাড়ি সহ সাবধানে (যাতে ভয় না পায়) ব্রিডিং কেইস এ দিয়ে দিন

Comments
Post a Comment