আমার লাভ বার্ড পালার অবিজ্ঞতা
আমার লাভ বার্ড পালার অবিজ্ঞতা মাত্র ৮ মাস। আমার এক বন্ধু লাভ বার্ড
(ফিস পেচ লুটিনো) এত ভাল লেগেছিল দেখে যে কোন কিছু না ভেবেই ১ পেয়ার লাভ
বার্ড কিনি। তারপর থেকে ভাবতে থাকি কি করে ব্রিডিং করানো যায়। কারন আমার
লাভ বার্ড যার থেকে কিনাছি সে বলেছে ওদের বয়স ১ বছর+, যাই হোক বাজার থেকে
লাভ বার্ডের ব্রিডিং কেইস আর বক্স কিনে আনলাম। কেটেল ফিস বোন, মিনারেল,
বিটা ব্লক, সাথে ভাল মানের সিড মিক্স।
কিন্তু পাখি তো ব্রিডিং করে না। ৬ মাস পর আমি একদিন মিরপুর পাখির বাজারে গিয়ে ১ দোকানদার কে জিজ্ঞাসা করি যে পাখি ব্রিডিং করে না কেন? (তত দিনে Youtube, Google Search করা শেষ) উনি বললেন ভাই পাখির বক্স পছন্দ না হলেও ব্রিডিং করে না। তার পর আসার সময় ৩০৳ দিয়ে একটা মাটির হাড়ি দিয়ে ভাবলাম দেখি কি হয়।
পরদিন দেখি পাখিদের বসার জন্য আমি যে নিমের ডাল দিলাম তাতে কোন বাকল নেই। আমি ত আবাক। সব নিয়ে হাড়িতে বরছে। আবার google, youtube search করা শুরু করলাম। ভুজলাম এটা ব্রিডিং এর লক্ষন। ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানো শুরু করলাম। বাজার থেকে খজুর পাতার জাড়ু আর পত্রিকা দিলাম।
পরদিন দেখি পত্রিকা কেটে কেটে হাড়িতে আর ঝাড়ু ধরেও নাই। আমি ভাবছি এ কোন আজব পাখি। পত্রিকা, গাছের বাকল দিয়ে নেস্টিং করে হাড়িতে কিন্তু কাঠের বক্স ভাল লাগে না।
১২/১৫ দিন পর দেখি মেয়ে পাখিটা হাড়িতে বসে আছে। চেক করে দেখি ডিম পাড়েছে। এবার আবার গুগল সার্চ করে জানলাম পাখি ২১/২২ দিন ডিমে তা দিলে বাচ্চা ফুটে, শুরু হল অপেক্ষা। ৩০ দিন হয়ে গেল, পাখির ডিম ফুটলো না। ৩১ তম দিনে সকালে খাবার দিতে গিয়ে দেখি সব ডিম ফেলে দিল
অনেক খারাপ লেগেছিল সে দিন। তারপর হাড়ি পরিষ্কার করতে গিয়া দেখি কাল সাদা বিভিন্ন রকমের পোকা।
এবার নতুন বুদ্ধি বের করলাম। নিমের ডালের সাথে নিম পাতা ও দিলাম। দেখি ওরা কচি পাতা খায়। এর বড় পাতা কেটে ফেলছে। ২০ দিন পর আবার হাড়ি দিলাম। এবার দেখি ১০ দিনের মাথায় আবার ডিম পাড়েছে। এবার ডিম পাড়েছে ৬টা
আজ ২২ তম দিন। আজও ফুটেনি ডিম। জানি না কবে আপনাদের সুখবর দিতে পারব।
পাখিদের অনেক ভালবাসি। দেখি একদিন হয়ত সফল হব। আমার বাজিগর আছে ৩ পেয়ার আর লাভ বার্ড আছে ১ পেয়ার। পরে আরও এক পেয়ার কাটাবন থেকে কিনেছিলাম। কিন্ত ২ টাই ফিমেইল। পরে এক ভাই ২ টাই নিয়া গেছে কলোনিতে পাল্বে বলে।
কিন্তু পাখি তো ব্রিডিং করে না। ৬ মাস পর আমি একদিন মিরপুর পাখির বাজারে গিয়ে ১ দোকানদার কে জিজ্ঞাসা করি যে পাখি ব্রিডিং করে না কেন? (তত দিনে Youtube, Google Search করা শেষ) উনি বললেন ভাই পাখির বক্স পছন্দ না হলেও ব্রিডিং করে না। তার পর আসার সময় ৩০৳ দিয়ে একটা মাটির হাড়ি দিয়ে ভাবলাম দেখি কি হয়।
পরদিন দেখি পাখিদের বসার জন্য আমি যে নিমের ডাল দিলাম তাতে কোন বাকল নেই। আমি ত আবাক। সব নিয়ে হাড়িতে বরছে। আবার google, youtube search করা শুরু করলাম। ভুজলাম এটা ব্রিডিং এর লক্ষন। ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানো শুরু করলাম। বাজার থেকে খজুর পাতার জাড়ু আর পত্রিকা দিলাম।
পরদিন দেখি পত্রিকা কেটে কেটে হাড়িতে আর ঝাড়ু ধরেও নাই। আমি ভাবছি এ কোন আজব পাখি। পত্রিকা, গাছের বাকল দিয়ে নেস্টিং করে হাড়িতে কিন্তু কাঠের বক্স ভাল লাগে না।
১২/১৫ দিন পর দেখি মেয়ে পাখিটা হাড়িতে বসে আছে। চেক করে দেখি ডিম পাড়েছে। এবার আবার গুগল সার্চ করে জানলাম পাখি ২১/২২ দিন ডিমে তা দিলে বাচ্চা ফুটে, শুরু হল অপেক্ষা। ৩০ দিন হয়ে গেল, পাখির ডিম ফুটলো না। ৩১ তম দিনে সকালে খাবার দিতে গিয়ে দেখি সব ডিম ফেলে দিল

এবার নতুন বুদ্ধি বের করলাম। নিমের ডালের সাথে নিম পাতা ও দিলাম। দেখি ওরা কচি পাতা খায়। এর বড় পাতা কেটে ফেলছে। ২০ দিন পর আবার হাড়ি দিলাম। এবার দেখি ১০ দিনের মাথায় আবার ডিম পাড়েছে। এবার ডিম পাড়েছে ৬টা

পাখিদের অনেক ভালবাসি। দেখি একদিন হয়ত সফল হব। আমার বাজিগর আছে ৩ পেয়ার আর লাভ বার্ড আছে ১ পেয়ার। পরে আরও এক পেয়ার কাটাবন থেকে কিনেছিলাম। কিন্ত ২ টাই ফিমেইল। পরে এক ভাই ২ টাই নিয়া গেছে কলোনিতে পাল্বে বলে।
What is your name
ReplyDelete