লাভ বার্ডের মেইল ফিমেইল শনাক্ত করা



Love birds এর মেইল ফিমেল চিনা টা অনেক কঠিন তবে কিছু উপায় বলা হলো।

১।একই বয়সের female love bird, male love bird এর থেকে একটু বেসি বড় হয়।
২।মেইল love bird এর মাথা একটু গোলকার হয়।
আর ফিমেইল এর সমান বা ফ্লাট থাকে।
৩।মেইল দের লেজ সাধারনত ‘V’ শেপ এর মত হয়।আর ফিমেইল দের ‘U’ শেপ এর মত হয়।
৪।বেশির ভাগ সময় মেইল পাখিটি ফিমেইল পাখি টিকে খাইয়ে দিবে।
৫। সব থেকে সহজ পদ্ধতি হলো পেলভিক বোন টেস্ট করা।পাখির ভেন্ট এ দুটি লম্বা হাড়ের নাম পেলভিক বন।এ দুটি হাড়ের মদ্ধ্য দিয়ে ডিম আসে বলে ফিমেল পাখির পেলভিক বোনে যতেষ্ট গেপ থাকে প্রায় আঙ্গুল বশে জাওয়ার মতন।কিন্তু মেইল পাখি হাড়ের মাঝখানে কোন ফাকা থাকে না। তাই ভেন্ট এরিয়ে খুব সহজে মেইল ফিমেইল নির্ধারন করা সম্ভব। ফিমেইল এর পেলভিক বোনের মাঝখানে বেসি ফাকা থাকার জন্য ফিমেইল পা ছরিয়ে বসে। আর মেইল রা পা সরু করে বসে। এভাবে অনেক সহজেই মেইল ফিমেই বোঝা যায়।

Author: ভাঙ্গা রং পেন্সিল

 

Comments

Popular posts from this blog

পাখির সাধারন রোগের প্রতিকার

হাতে বানানো হেন্ড ফিডিং ফর্মুলা

লাভবার্ড এর জন্য আদর্শ সিড মিক্স্ড অনুপাত