লাভ বার্ডের ডিম দেখবেন কি দেখবেন না

নতুন পাখি পালকের সব থেকে বরক্তিকর কাজ হল ডিম পাড়ার পর বেশি বেশি ডিম দেখা। কেউ কেউ দিনে ৫/৬ বার ও ডিম দেখেন। এতে পাখি বিরক্ত হয় insecurity feel করে, এটা বেশির ভাগ লোকে বিশ্বাস করে না।



ছোট বেলাত গ্রামে থাকতে দেখতাম ঘুঘুর বাসা কেউ দেখেছ এটা ঘুঘু দেখলে বাসা ওরা সরিয়ে ফেলতো ।

আমার পাখি প্রথম ডিম পাড়ার পর আমি YouTube এ দেখলাম বাচ্চা ফুটবে ২২ দিন পর। তাই আমি এগ ফুড সফট ফুড নিয়ে চিন্তা শুরু করেছিলাম ।


ভাই বাজিগার ১৮ দিন আর লাভ বার্ড ২১/২২ দিন ডিমে তা দিলে বাচ্চা ফুটে, তাই বার বার ডিম না দেখে পাখিদের খাবার আর নিরাপত্তা নিশ্চিত করেন।
ভাল থাকুক আপনার পাখি 

Comments

Popular posts from this blog

পাখির সাধারন রোগের প্রতিকার

হাতে বানানো হেন্ড ফিডিং ফর্মুলা