যেভাবে আমি লাভ বার্ডের ৫টি ডিম থেকে ৫টি বাচ্ছা পেয়েছি
প্রতিটি পাখি পালকের পাখি পালার ধরন আলাদা, তাই আমি যা করি তাই ঠিক আর অন্যরা ভুল এমন নয়, তবে আমার এখানে যদি কোন ভুল আপনার মনে হয় দয়া করে কমেন্টে জানাবেন। ধাপ ০১ পাখির থাকার জায়গা নির্বাচনঃ আপনাকে পাখীর জন্য নিরাপদ জায়গা নির্বাচন করতে হবে। পাখি কিনার আগে ভাল করে ভেবে দেখুন আপনি যেখানে পাখি পালতে চান সেটা পাখিদের জন্য নিরাপদ কিনা। নিরিবিলি পরিবেশ পাখিদের জন্য নিরাপদ, যেখানে সহজে বেড়াল, ইদুর ইত্যাদি সহজে যেতে পারেনা, পর্যাপ্ত আলো বাতাস আছে। ধাপ ২ পাখির খাঁচা নির্বাচনঃ পাখির জন্য আদর্শ খাঁচা নির্বাচন করতে হবে। আমি ২০*১৮*১৮ মাপের খাঁচা দেই, যা ভালটা মিরপুরে ৭০০টাকা আর নরমারটা ৫০০টাকা। কাচায় প্লাস্টিকের লাঠি না দিয়ে কাঠের লাঠি ব্যবহার করবেন, আমি গাছের ডাল ব্যবহার করি। চেষ্টা করি নীমের ডাল দেয়ার। পানির পাত্র হিসাবে ভাল প্লাস্টিকের ফিল্টার দাম ২৫/৫০ টাকা আর খাবারের পাত্র অবশই স্টিলের। লাভ বার্ডের ঠোট অনেক শক্ত তাই প্লাস্টিকের দিলে ওরা কামড়িয়ে খেয়ে ফেলতে পারে। পরে পাখি অসুস্থ হয়ে যেতে পারে এমনকি মরেও যেতে পারে। ধাপ ০৩ পাখি নির্বাচনঃ Love Bird লাভ বার্ড ২ রকমের রিং বার্ড আর...